গাড়ির ইঞ্জিনে ১০ ফুট লম্বা পাইথন (ভিডিও)
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২০, ৭:১৪:৫০
ফোর্ড গাড়ির আলো পরিষ্কার না থাকায় ইঞ্জিন কভার খুলে দেখতে চেয়েছিলেন সার্ভিসম্যান। হুড উঁচু করতেই তার চোখ চড়কগাছ। ইঞ্জিনে ঘাপটি মেরে ছিল ১০ ফুট লম্বা একটি পাইথন।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঞ্চলের একটি সার্ভিস সেন্টারে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিএনএন।
ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কানজারভেশন কমিশন তাদের ফেইসবুক পেজে জানিয়েছে, সেন্টার থেকে কল পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে দক্ষ কর্মীরা সাপটি উদ্ধার করেন।
এফডব্লিউসি-এর মুখপাত্র কারলি সেগেলসন জানিয়েছেন, এই ঘটনা থেকে তারা সতর্কতামূলক প্রচারণা শুরু করেছেন।
‘ফ্লোরিডা এখন বেশ গরম। এই অবস্থায়ও সাপটি কীভাবে ইঞ্জিনের ভেতর গেল, সেটি আমাদের কাছে বিস্ময়। বাড়িতেও এরা ঢুকে পড়তে পারে।’
সিএনএন জানিয়েছে, এটি মূলত বার্মিজ পাইথন। ফ্লোরিডায় এদের দেখা খুব কম মেলে।
বন কর্মকর্তারা এই সাপের থেকে সাধারণ মানুষকে সতর্ক করে বলেছেন, ‘এরা জীবন ও সম্পদের ক্ষতি করতে পারে। তাই দেখা মাত্র অধিদপ্তরে খবর দিন।’
বার্মিজ পাইথন সাধারণত ১০ ফুট লম্বা হয়। কখনো কখনো আবার ১৭ ফুটও হয়।
গত আগস্টে ফ্লোরিডার কর্মকর্তারা জানান, তারা এভারগ্লেড থেকে ৫ হাজার পাইথন অপসারণ করেছেন।