ফ্রান্সে গির্জার বাইরে ছুরি হামলায় ৩ জন নিহত
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২০, ৪:৩৬:৪০
ফ্রান্সের নিস শহরে একটি গির্জার বাইরে এক ব্যক্তির ছুরি হামলায় অন্তত তিনজন নিহতের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
সরকারি কর্মকর্তাদের বরাত দেওয়া এএফপি’র খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত একজনের গলা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, ঘটনার পরপরই হামলা চালানো সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের সময় আহত হওয়ায় তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে দুইজন নারী বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, একজন ব্যক্তি দ্বারা এ হামলা সংগঠিত হয়েছে। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছে শহর কর্তৃপক্ষ।
এদিকে হামলার পর পরই জরুরি বৈঠক ডেকেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন। তিনি জানান, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি স্থানীয় বাসিন্দাদের ঘর থেকে বের হতে সতর্ক করেছেন।
পুলিশের মুখপাত্র ফ্লোরেন্স গাভেলো বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।”
সেন্ট্রাল নিসের নটর-ডেম বাসিলিকা গির্জার বাইরের এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করে টুইট করেছেন নিস শহরের মেয়র ক্রিস্টিয়ান এস্ত্রোসি- “আমি আপনাদের নিশ্চিত করছি, এটা সন্ত্রাসী হামলা ছিল।”
বিদ্রূপাত্মক ম্যাগাজিন শার্লি এবদোতে নবী মুহাম্মদ (স.) এক কার্টুন ছাপার জের ধরে ফ্রান্স সরকার ও মুসলমানদের মধ্যে যখন ব্যাপক টানাপোড়েন চলছে তখন এই ঘটনা ঘটল।