জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে নৌকার প্রার্থী মো. মিজানুর রশীদ ভূঁইয়া জয়ী
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২০, ১০:৩৬:২৪
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে নৌকা প্রতীকে ছয় হাজার ১৬৭ ভোট পেয়ে মো. মিজানুর রশীদ ভূঁইয়া নির্বাচিত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
বিজয়ী মিজানুর রশীদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল হোসেন সেলিম ‘জগ’ প্রতীকে পেয়েছেন তিন হাজার ৬৩৭ ভোট। বিএপির প্রার্থী মো. রাজু আহমেদ ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন এক হাজার ৩৩৪ ভোট। এছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী আবিবুল বারী আয়হান ‘মোবাইলফোন’ প্রতীকে পেয়েছেন এক হাজার ১৬ ভোট।
এদিকে, ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে বিকেলে নির্বাচন বর্জন করেন ধানের শীষের প্রার্থী রাজু আহমেদ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল হোসেন সেলিম। পরে তারা জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দেন।