রবীন্দ্রনাথের ‘দুই বোন’ নিয়ে বড়পর্দায় ‘মায়ামৃগয়া’
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২০, ১২:২৬:৩০
এর আগেও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প উপন্যাস নিয়ে সিনেমা তৈরি হয়েছে। এবার সেই তালিকায় নতুন সংযোজন হতে চলেছে কবিগুরুর লেখা ‘দুই বোন’।
সংবাদ প্রতিদিন জানিয়েছে, রবীন্দ্রনাথের এই কাহিনি অবলম্বনে নতুন সিনেমা ‘মায়ামৃগয়া’ তৈরি করতে চলেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র।
সিনেমাটিতে দুই বোনের চরিত্রে অভিনয় করবেন অর্পিতা চট্টোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তী।
জীবনের শেষের দিকে এসে ‘দুই বোন’ লিখেছিলেন কবিগুরু। ঊর্মিমালা এবং শর্মিলা নামে দুই বোনের কাহিনী এটি। এই দুই বোনের চরিত্রেই অভিনয় করবেন অর্পিতা এবং ঋতাভরী।
এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন টেলিভিশনের ‘রানি রাসমণি’ খ্যাত দিতিপ্রিয়া রায়। শশাঙ্কের চরিত্রে অভিনয় করবেন ইন্দ্রনীল সেনগুপ্ত। ইতিমধ্যেই সিনেমাটির ফার্স্ট লুক টুইটারে শেয়ার করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়।