নবীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১২:১৯:২২
নবীগঞ্জ পৌর শহরের ওসমানী রোডে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মদিনা রড সিমেন্টের দোকানের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো. আমির উদ্দিন (৫৫) স্থানীয় করগাঁও গ্রামের মৃত হানিফ উল্লাহ পুত্র।
স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎ পেছন থেকে একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, এটা কোন সড়ক দুর্ঘটনা নয়। এটা একটা পরিকল্পিত হত্যা। এই দুর্ঘটনায় মামলার দায়ের প্রস্তুতি চলছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো কোন মামলা দায়ের হয়নি। মামলার পর তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।