হাজার কোটি টাকায় হচ্ছে ভারতের নতুন সংসদ ভবন
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২০, ৩:৫৫:০৭
নির্মাণ হতে চলেছে ভারতের নতুন সংসদ। বাজেট ধরা হয়েছে ৮৬২ কোটি রুপির মতো, বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার কোটি টাকা। করোনা তহবিল নিয়ে সমালোচনার মুখেই এই উদ্যোগ হাতে নিয়েছে নরেন্দ্র মোদি সরকার।
দেশীয় গণমাধ্যম বলছে, সরকারের কাছে যখন করোনা মোকাবিলা ও লকডাউনের ধাক্কায় কর্মহারা অভিবাসী শ্রমিকদের দেওয়ার টাকা নেই, তখন ২০ হাজার কোটি রুপি খরচ করে নরেন্দ্র মোদি দিল্লির রাজপথ ঢেলে সাজাতে চলেছেন কেন— এমন প্রশ্নের মাঝে সামনে আসলো নতুন সংসদের খবর।
কেন্দ্রীয় পূর্ত দপ্তরের দরপত্রের জবাবে ৮৬১.৯০ কোটি রুপি দর হেঁকে প্রজেক্টটি জিতেছে টাটা শিল্প গোষ্ঠী।
পুরোনো সংসদ ভবনের পাশেই প্রায় ৯.৫ একর জমিতে তিনকোনা নতুন সংসদ ভবন তৈরির পরিকল্পনা হয়েছে। এই ভবনের লোকসভায় অন্তত ৯০০ জনের বসার ব্যবস্থা থাকবে। যৌথ অধিবেশনে ১৩৫০ জন বসতে পারবেন।
বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা ৫৪৩। জনসংখ্যার সঙ্গে লোকসভার আসনসংখ্যা বাড়ার কথা থাকলেও ১৯৭১ সালের জনগণনার পর থেকে কার্যত লোকসভার সদস্য সংখ্যা একই রয়েছে। তবে ২০২৬ সালের পরে জনসংখ্যার নিরিখে আসন বাড়ানো হতে পারে।
মোদি সরকারের ইচ্ছা, ২০২২ সালের ১৫ আগস্ট স্বাধীনতার ৭৫তম বছরে নতুন ভবনে অধিবেশন বসুক। ব্রিটিশ জমানায় তৈরি বর্তমান সংসদ ভবনের ওপর বিপুল চাপ পড়ায় তার ক্ষতি হচ্ছে বলেও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের দাবি। তাই ২০২২ সালের মার্চের মধ্যেই নতুন সংসদ ভবন তৈরির লক্ষ্য নেওয়া হবে।
মোদি সরকার রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত তিন কিলোমিটার রাজপথ ও তার দুপাশ নতুন করে সাজানোর পরিকল্পনা নিয়েছে, তার জন্য ২০২৪ সাল পর্যন্ত সময়সীমা ধরা হয়েছে। বিরোধীদের অভিযোগ, নরেন্দ্র মোদি লাটিয়ান্স দিল্লিকে ‘মোদীর দিল্লি’তে রূপান্তরিত করতে চান। সেই কারণেই অভিবাসী শ্রমিকদের বদলে দিল্লির রূপ বদলে তার যত মনোযোগ।