যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার ইউএফসি তারকা ম্যাকগ্রেগর
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২০, ৪:২৬:২২
যৌন নিপীড়নের চেষ্টা ও যৌন প্রদর্শনীর অভিযোগে ফ্রান্সের কোর্সিকায় গ্রেপ্তার হয়েছেন মিক্সড মার্শাল আর্ট তারকা কোনর ম্যাকগ্রেগর। যদিও কোনো চার্জশিট ছাড়াই ইউএফসি ফাইটারকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সংবাদ সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ম্যাকগ্রেগরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। ১০ সেপ্টেম্বরের সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় তাকে।
প্রসিকিউটর অফিসের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়, “গত ১০ সেপ্টেম্বর গ্রেগরের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও যৌন প্রদর্শনী হিসেবে বর্ণনা করা যায় এমন নিন্দাজনক ক্রিয়াকলাপের অভিযোগ আনা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই কোনর অ্যান্থনি ম্যাকগ্রেগরকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।”
এর থেকে বেশি কোনো তথ্য জানানো না হলেও শোনা যাচ্ছে কোর্সিকার কালভি পোর্ট অঞ্চলে একটি প্রদর্শনীর আয়োজন করেছিলেন ম্যাকগ্রেগর, যা যৌন প্রদর্শনীর নামান্তর মাত্র।
তারকা ফাইটারের আইনজীবী এমানুয়েল অবশ্য এমন অভিযোগ উড়িয়ে দিচ্ছেন। তিনি দাবি করেন যে, তার মক্কেলকে হেনস্থার জন্যই এমন অভিযোগ দায়ের করা হয়েছে। আমেরিকা থেকে ম্যাকগ্রেগরের মুখপাত্র বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কোনর তার বিরুদ্ধে ওঠা অভিযোগ কঠোরভাবে অস্বীকার করছেন।