নুরজাহান হাসপাতালের কর্মকর্তা শিপ্রা চক্রবর্তী’র পরলোকগমণ
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২০, ৮:২৯:২৫
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর নুরজাহান হাসপাতালের একাউন্টস অফিসার শিপ্রা চক্রবর্তী (৪৬) মারা গেছেন।
শুক্রবার রাত পৌনে আটটায় নুরজাহান হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। ওইদিন রাত ১১টায় নগরীর চালিবন্দরস্থ মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
তিনি স্বামী ও এক পুত্র সন্তান রেখে গেছেন। শিপ্রা চক্রবর্তী সিলেট নগরীর লামাবাজারের বাসিন্দা ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রচন্ড জ্বর নিয়ে তিনি নুরজাহান হাসপাতালে ভর্তি হলে তার নমুনা সংগ্রহের পর ২০ আগস্ট তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ আগস্ট তার শ্বাসকষ্ট দেখা দিলে শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন সেন্টারে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে আবারও নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসলে ১ সেপ্টেম্বর নুরজাহান হাসপাতালে তাকে ফিরিয়ে আনা হয়। পরে কিডনীসহ অন্যান্য সমস্যা দেখা দিলে চিকিৎসাধীন অবস্থায়ই আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
নুরজাহান হাসপাতালের একাউন্টস অফিসার রুবেল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলা মিরর গ্রুপ, ইউ.কে’র শোক : শিপ্রা চক্রবর্তীর মৃত্যুতে বাংলা মিরর গ্রুপ, ইউ.কে’র পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
শোকবার্তায় বহির্বিশ্বে বাংলাদেশীদের প্রথম ইংরেজী সাপ্তাহিক বাংলা মিরর, ব্রিটিশ-বাংলাদেশী হুজ’হু ও ইংরেজী অনলাইন পোর্টাল সিলেট মিরর সম্পাদক আব্দুল করিম বলেন, তিনি ছিলেন একজন অমায়িক, ভদ্র ও মার্জিত আচরণের লোক। সত্যিকার অর্থে আমরা একজন প্রাণোচ্ছল ভালো মানুষকে হারিয়েছি।
তিনি শিপ্রা চক্রবর্তীর আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।