দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দাদি-নাতির
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১২:০২:১৩
দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমার পারাইচক এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় শিশুসহ দু’জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টায় এ ঘটনাটি ঘটে।
নিহতরা হচ্ছেন, দক্ষিণ সুরমার দাউদপুর গাংপার গ্রামের আহমদ আলীর ছেলে রাহাত (৭) ও তার দাদি বিবিজান (৬৫)। নিহতদের লাশ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মহানগর পুলিশের মোগলাবাজার থানার ওসি ছাহাবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি সিলেট থেকে কুলাউড়ার ভাটারা যাচ্ছিল। পথিমধ্যে পারাইচক এলাকায় এক বৃদ্ধা তার নাতীকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় বাসটি তাদের চাপা দেয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাস (ঢাকা মেট্রো জ-০৪-০১৯৩) জব্দ করে। তবে, চালক পালিয়ে যায়।