হোসনে আরা তালুকদার চলতি দায়িত্বে বাংলাদেশ বেতারের মহাপরিচালক
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১১:৫২:৩৯
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ বেতারের মহাপরিচালক পদে (সচিব পদমর্যাদার গ্রেড-১ এ উন্নীত পদ) চলতি দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) হোসনে আরা তালুকদার।
আজ তথ্য মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) হোসনে আরা তালুকদারকে বেতারের মহাপরিচালকের চলতি দায়িত্ব নির্দেশক্রমে প্রদান করা হলো।
উল্লেখ্য, হোসনে আরা তালুকদার বিসিএস তথ্য ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। সম্প্রতি তিনি বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) পদে পদোন্নতি পান।