খালেদা জিয়ার সাজা আরো ৬ মাস স্থগিত, বিদেশ যেতে মানা
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২০, ৯:০৬:৩৫
দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা আরো ছয় মাস স্থগিত করেছে সরকার। তবে, এ সময়ে তিনি বিদেশ যেতে পারবেন না।
বৃহস্পতিবার আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এসব তথ্য জানান।
মার্চে ২ বছর ১ মাস ১৭ দিন পর সরকারের নির্বাহী আদেশে প্রথম দফায় ছয় মাসের জন্য সাজা স্থগিত হলে কারামুক্ত হন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেপ্টেম্বরেই মুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষিতে তার পরিবার ২৮ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জমা দেয়।
এরপর বৃহস্পতিবার আইনমন্ত্রী সরকারের সিদ্ধান্তের কথা জানান।
গুলশানে নিজ বাসায় আইনমন্ত্রী বলেন, এ সময়ে খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন না বলে জানান। দুইটি শর্তে তাকে মুক্তি দেওয়া হচ্ছে। সেগুলো হলো- এই সময়ে তার ঢাকায় নিজের বাসায় থাকতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না।
এর আগে সোমবার আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, ‘উনাকে (খালেদা জিয়া) যখন ছয় মাস আগে একবার মাননীয় প্রধানমন্ত্রী মানবিক কারণে মুক্তি দিয়েছিলেন, ছয় মাসের জন্য… আমরা তার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে দরখাস্তে কী লেখা আছে সেসব বিবেচনা করে সিদ্ধান্ত নেব।’
খালেদা জিয়া তার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির বিষয়টি শুনেছেন জানিয়ে তার পরিবারের এক স্বজন দেশ রূপান্তরকে বলেন, তবে আমরা পরিবারের সদস্যরা তাকে বিদেশ যেতে না দেওয়ার সিদ্ধান্তে মনোক্ষুণ্ন হয়েছি।
দুর্নীতির মামলায় সাজার রায়ের পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হন।