কুলাউড়ায় করোনায় মারা গেলেন ইউপি চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২০, ৪:৩১:৫১
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান (৭৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে তিনি মারা যান।
মৃত্যুর বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন মাউন্ট এডোরা হাসপাতালের করোনা আইসোলেশনের এডমিশন অফিসার জামাল হাসান।
তিনি জানান, ইউপি চেয়ারম্যান শাহজাহান গত ২৮ আগস্ট সন্ধ্যায় করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তাঁর মৃত্যুতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ ইউনিয়বাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সদস্য, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট তাঁর করোনা পজিটিভ রিপোর্ট কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে।