পতেঙ্গায় বিস্ফোরণে নিহত ৩
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২০, ২:৪১:০২
চট্টগ্রামের পতেঙ্গায় এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার দুপুর পৌনে ১২টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলী আকবর।
তিনি জানান, বিস্ফোরণের খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ৪টি গাড়ি ঘটনাস্থলে গেছে। আগুন এখন নিয়ন্ত্রণে। দুর্ঘটনায় অন্তত তিনজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ইন্ট্রাকো কনটেইনার ডিপোর গ্যারেজে একটি ট্যাঙ্কারে ওয়েল্ডিং করার সময় আগুন ছিটকে ট্যাঙ্কার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই পুড়ে অঙ্গার হন তিন ব্যক্তি। আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।
তবে, নিহত শ্রমিকদের নাম ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির হামিদ উল্লাহ জানান, কনটেইনার ডিপোতে ওয়েল্ডিং করার সময় সিলিন্ডার বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনকে চমেক হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।