পথশিশুদের হাতে বই-খাতা তুলে দিলেন প্রিয়াঙ্কা
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২০, ১২:১৩:৫৭
সামাজিক দূরত্ব বজায় রেখেও যে ‘সামাজিক’ হওয়া যায়, মহৎ কাজে নিজেকে নিয়োজিত করা যায়, তা বোধ হয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারই দেখিয়ে দিলেন। এই অতিমারীকালে লকডাউনে বাড়িতেই কাটিয়েছেন তিনি। সঙ্গী ছেলে সহজ আর দুই প্রিয় পোষ্য! অবসরযাপনে বই পড়া, গাছের যত্ন-আত্তির করা, সবই করেছেন। কিন্তু লকডাউন খানিক শিথিল হতেই যেন মন আর মানল না ওদের জন্য! এগিয়ে এলেন পথশিশুদের জন্য। সম্প্রতি সল্টলেকের এক অঞ্চলের পথশিশুদের হাতে বই, খাতা, পেনসিল-সহ নানারকম অত্যাবশ্যকীয় সামগ্রী তুলে দিলেন টলিউড অভিনেত্রী।
জুলাই মাসেই সোনারপুরের ‘আ হোম ফর অরফ্যানস অ্যান্ড ওল্ডেজ’ নামে এক অনাথ আশ্রমে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানে দুস্থ বাচ্চাগুলোর জন্য যা করেছিলেন, তা নিজের সোশ্যাল মিডিয়াতে ফলাও করে পোস্ট করা তো দূরের কথা! এমনকী, এই নিয়ে কোথাও কোনোরকম মন্তব্য করতেও নারাজ ছিলেন তিনি। এবারও তার অন্যথা হয়নি। তবে অভিনেত্রীর এক ফ্যান পেজের মাধ্যমেই জানা গেল তার এই মহৎ উদ্যোগের কথা। একেবারে নিঃশব্দে এভাবেই মানুষের পাশে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার।
কীভাবে এই পরিকল্পনার সূত্রপাত? সল্টলেকের ফুটপাতে পথশিশুদের নিয়ে একটি পাঠশালা চালান শেখ রাহানাতুল্লা নামে এক ব্যক্তি। এক ফেসবুক পোস্টের মাধ্যমেই সেই স্কুলের খবর পান প্রিয়াঙ্কা। এরপরই অভিনেত্রীর তরফে যোগাযোগ করা হয় ওই স্কুলের সঙ্গে। দুস্থ বাচ্চাদের সাহায্যের ইচ্ছে প্রকাশ করেন। এই অতিমারী পরিস্থিতিতে ফুটপাথে ও বসতিতে বাস করা ওই অসহায়, সুবিধা বঞ্চিত শিশুগুলিকেও যে নিদারুণ কষ্টে দিনযাপন করতে হচ্ছে, তাতেই মন বিগলিত হয় অভিনেত্রীর। তখনই ঠিক করেন ওদের হাতে শিক্ষার সামগ্রী তুলে দেবেন।
পরিকল্পনা মাফিক করলেনও তাই। স্লেট, পেনসিল, বই-খাতা, চকলেট, দুধ-সহ আরও বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র শিশুদের হাতে তুলে দেন প্রিয়াঙ্কা সরকার। শুধু তাই নয়, পথশিশুদের পরিবারের জন্যও বর্ষায় অত্যন্ত দরকারি ত্রিপল দান করা হয়। শেখ রাহানাতুল্লা নামে ওই ব্যক্তি ‘আলোর দিশারি’ বলে একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান, তাদের তরফেও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে এমন মহৎ উদ্যোগের জন্য সংবর্ধনা জানানো হয়।