ধর্মপাশায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২০, ৭:৫৯:৩৪
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জালধরা হাওরে পানিতে ডুবে খাদিজা আক্তার নামে পাঁচ বছর বয়সী ও রিয়া আক্তার নামের সাত বছর বয়সী দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশু দুটি উপজেলার জয়শ্রী ইউনিয়নের বড়ই গ্রামের বাসিন্দা হবুল মিয়ার কন্যা।
এলাকাবাসী ও শিশু দুটির পরিবার সূত্রে জানা যায়, উপজেলার জয়শ্রী ইউনিয়নের বড়ই গ্রামের স্বামীর বাড়ি থেকে মাস খানেক আগে ওই দুটি মেয়ে শিশুকে নিয়ে মা ময়না আক্তার নিজের বাবার বাড়ি উপজেলার সেলবরষ ইউনিয়নের ভাটাপাড়া গ্রামে বেড়াতে আসেন। বৃহস্পতিবার মা ময়না আক্তার তার দুই মেয়েকে নিয়ে পার্শ্ববর্তি সলপ গ্রামে আবদুল মোতালিব নামের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ওই দুটি শিশু আজ শুক্রবার সকাল ১১টার দিকে ওই বাড়ির উঠানে খেলাধূলা করতে করতে এক পর্যায়ে তারা ওই বাড়ির সামনে থাকা জালধরা হাওরের পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায়।
স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে দুপুর ১২টার দিকে ওই হাওরের পানি থেকে তাদের উদ্ধার করে ধর্শপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়।
তবে, হাসপাতালের ডাক্তার ওই দু’জন শিশুকে মৃত ঘোষণা করেন।
সেলবরষ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইকবাল মিয়া এই খবরটির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।