মৌলভীবাজার ২ ডাকাত আটক
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২০, ১২:৫৮:২৪
মৌলভীবাজার মডেল থানা পুলিশ একাধিক ডাকাতি মামলার পলাতক আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রজব ও খলিলকে আটক করেছে। তাদের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার আথানগিরি এলাকায়।
শুক্রবার (১৪ আগস্ট) জেলা পুলিশের দেয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, আথানগিরি গ্রামের খলিল মিয়া (৪৫) ও রজব আলীর (৩৫) বিরুদ্ধে মৌলভীবাজারসহ বিভিন্ন স্থানে ডাকাতির অভিযোগ ছিল। এ ব্যাপারে মৌলভীবাজার ও সিলেট বিভাগের বিভিন্ন থানায় রজব আলীর বিরুদ্ধে ৮টি ও খলিলের বিরুদ্ধে ৫টি ডাকাতির মামলা হয়।
পুলিশ সুপার মো. ফারুকের নির্দেশে মৌলভীবাজার মডেল থানা পুলিশ কুমিল্লা জেলার দক্ষিণ থানাধীন সোয়াগাজী এলাকায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে এক বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
এদিকে, ডাকাত খলিল মিয়ার তথ্যমতে পুলিশ ৪০ হাজার টাকা দামের একটি স্বর্ণের চেইন জব্দ করেছে। আটক দু’জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।