ফেঞ্চুগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রকৌশলী নিহত
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২০, ৬:৩৮:১২
সিলেট অফিস : সিলেট-মৌলভীবাজার মহাসড়কের ফেঞ্চুগঞ্জে বাস চাপায় শহিদুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী প্রকৌশলীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত সুমন মিয়া (৩০) নামে একজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা আরোহীদের উদ্ধার করেন।
ঘটনাটি ঘটেছে আজ রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার মির্জাপুর কবরস্থানের পাশে। পুলিশ ঘটনাস্থল থেকে আরোহী শহিদুলের লাশ সিলেট ওসমানী হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার ইন-চার্জ মোঃ মিজানুর রহমান জানান, আজ দুপুরে সিলেট-মৌলভীবাজার মহাসড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলার মির্জাপুর কবরস্থানের পাশে কুলাউড়া থেকে দ্রুতগামী বিরতিহীন একটি বাস ( নং মৌলভীবাজার জ-০৫-০০০২) বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়।
বাসের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান ফেঞ্চুগঞ্জ শাহজালাল সারকারখানার ইঞ্জিনিয়ার সেকশনের শহিদুল ইসলাম নামের একজন এবং আহত হন রাজনগর উপজেলার যাদুরগুলের সুমন মিয়া (৩০)।
এদিকে, শহিদুল ঘটনাস্থলে মারা গেলেও আশংকাজনক অবস্থায় সুমন মিয়াকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বাসের নিচ থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানান তিনি।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাসার মোঃ বদরুজ্জামান জানান, খবর পেয়ে লাশের সুরতহাল শেষে ঘটনাস্থল থেকে লাশ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা ঘটিয়ে বাসের চালক পালিয়ে যায় তবে, বাসটিকে জব্দ করা হয়েছে।