বিশ্বনাথে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে খুশি ৪৬১ প্রতিবন্ধী পরিবার
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২০, ৮:০১:১৫
সিলেট অফিস : সরাসরি প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার ৪৬১ প্রতিবন্ধী পরিবার।
উপজেলার রামপাশা ইউনিয়নের প্রতিবন্ধী গ্রাম হিসেবে পরিচিত আমতৈল এলাকার এই প্রতিবন্ধী পরিবারগুলোকে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দেয়া হয়। আকস্মিক হলেও প্রধানমন্ত্রীর উপহার পেয়ে যারপরনাই খুশি প্রতিবন্ধীরা।
প্রধানমন্ত্রীর সরাসরি নজরদারির কারণে তারা এখন দিনবদলের স্বপ্নও দেখতে শুরু করেছেন।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, সম্প্রতি বৃহত্তর আমতৈল গ্রামের এই চিত্র নজরে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ঈদকে সামনে রেখে তৎক্ষণাৎ তাদের জন্য উদ উপহারের ব্যবস্থা করেন তিনি।
জানা যায়, এই এলাকার প্রায় প্রতিঘরেই এক বা একাধিক প্রতিবন্ধি। কোনো কোনো পরিবারের সবাই প্রতিবন্ধি। এজন্য গ্রামের অস্বাস্থ্যকর পরিবেশ, নানা রোগব্যাধিসহ বিশেষজ্ঞরা নানান কারণ উদঘাটন করলেও এলাকায় বাড়ছে প্রতিবন্ধির শিশুর সংখ্যা। শুধু উপহার সামগ্রী নয় প্রতিবন্ধী পরিবারগুলোর স্বাস্থ্যকর বাসস্থান,পুষ্টিমান খাবার, প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে সুস্থ প্রজন্ম নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্যও জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী । প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে প্রতিটি পরিবার পেয়েছে জনপ্রতি আড়াই হাজার টাকা, শাড়ি ও লুঙ্গি, ১০ কেজি মিনিকেট চাল, ২ কেজি চিড়া, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ১ লিটার লিটার সয়াবিন তেল ও ৫০০ গ্রাম নুডলস।
রামপাশা ইউনিয়ন পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবন্ধীকে তাদেরকে এই উপহার সামগ্রী প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি।
তিনি বলেন, প্রতিবন্ধী শিশুদের অবহেলা নয়, বরং তাদের মেধা বিকাশে শিক্ষাসহ সকল ব্যবস্থা করতে হবে। প্রতিবন্ধী শিশুদেরও স্কুলে ভর্তি করতে হবে। যদি শিক্ষক অথবা পরিচালনা কমিটির কেউ প্রতিবন্ধি শিশুদের স্কুলে ভর্তি না করেন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, বিশ্বনাথের আমতৈল গ্রামে বংশ পরম্পরার এই প্রতিবন্ধীতা রোধ করতে হলে প্রথমে সচেতন হতে হবে। দ্বিতীয়ত গর্ভকালীণ সময়ে গর্ভবতি মাকে নিয়ে ভালো চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কারণ, নিরাপদ প্রসবের ব্যবস্থা করা না হলে বংশ পরিক্রমার এ প্রতিবন্ধীতা রোধ করা যাবে না।
অনুষ্ঠানে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া ও বিশ্বনাথ উপজেলা আ’লীগের সভাপতি পংকি খান বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউএনও মো. কামরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আমির আলী চেয়ারম্যান, সদস্য ও রামপাশা ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর হোসেন প্রমূখ।