মাস্ক খুলে ফের বিতর্কে ব্রাজিল প্রেসিডেন্ট
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২০, ৬:২৪:১৪
করোনাভাইরাস থেকে আক্রান্ত হওয়ার পর সদ্যই সেরে উঠেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তবে তারপরও করোনা নিয়ে তার উদাসীনতা কমেনি। সম্প্রতি সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করার সময় মাস্ক খুলে আবারও বিতর্কের মুখে পড়েছেন তিনি। খবর বিবিসির।
খবরে বলা হয়েছে, সম্প্রতি ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় সমর্থকদের সঙ্গে সাক্ষাতের জন্য উপস্থিত হন। কথা বলার এক পর্যায়ে মুখের সার্জিক্যাল মাস্ক টেনে নিচে নামিয়ে দেন। সেই ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়।
গত ৭ই জুলাই তার করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছিল। এর দুসপ্তাহের বেশি সময় পরে গত শনিবার তিনি টুইট করে জানান, তার সর্বশেষ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের মতোই প্রেসিডেন্ট বোলসোনারো শুরু থেকে করোনাভাইরাসের ঝুঁকিকে মোটেই পাত্তা দিতে চাননি। তিনি যে করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন তার কৃতিত্ব দিচ্ছেন ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনকে। করোনাভাইরাসে এই ঔষধ কাজ করে কিনা, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে সংশয় আছে।
করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রের পরই সবচেয়ে বেশি আক্রান্ত ও নিহত হয়েছেন ব্রাজিলে। তারপরও করোনাভাইরাসকে পাত্তা দিতে চাননি বলসোনারো।