শ্রীমঙ্গলে চা বাগানে মিলল এক ব্যক্তির মৃতদেহ
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২০, ৩:২১:৩৩
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আমরাইল ছড়া চা বাগান থেকে মো. নুরুল ইসলাম (৫৩) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) সকালে চা বাগানের ৩নং সেকশনে লাশটি পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে।
মৃত নুরুল ইসলাম শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বেলতলী গ্রামের বাসিন্দ। পেশায় তিনি একজন কৃষক।
নুরুল ইসলামের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালেও তাকে দেখা গেছে। রাতে বাড়িতে ফিরতে দেরী হওয়ায় রাত ২টার দিকে নুরুল ইসলামের ছেলে নুরুল ইসলামের সাথে মোবাইল ফোনে কথা বলেছিলেন। ফোনে তিনি বলেছিলেন আসছেন। পরে আর তাকে ফোনে পাওয়া যায় নি।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সোহেল রানা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।