সিলেট বিভাগে আরও ১৮১ জনের করোনা শনাক্ত
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২০, ১২:৩০:১৬
সিলেট অফিস : সিলেট বিভাগের চার জেলায় মঙ্গলবার (১৪ জুলাই) আরও ১৮১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলায় ৫১ জন, সুনামগঞ্জ জেলায় ১৭ জন, হবিগঞ্জ জেলায় ৬৫ জন এবং মৌলভীবাজার জেলায় ৪৮ জন রয়েছেন।
জানা যায়, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, ৭ জন চিকিৎসকসহ ১৪১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
শনাক্তদের মধ্যে ২৪ জন সিটি করপোরেশন ও সিলেট সদর উপজেলার আর বিয়ানীবাজার ও বিশ্বনাথ উপজেলার একজন করে ২ জন রয়েছেন। এছাড়া ২ জন সুনামগঞ্জ জেলার, ৪৮ জন মৌলভীবাজার জেলার আর ৬৫ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে ৭ জন চিকিৎসক রয়েছেন বলে জানা গেছে।
এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আজ ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৫ জন সুনামগঞ্জ জেলার এবং ২৫ জন সিলেট জেলার বাসিন্দা।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ ১৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের মধ্য ১৫ জন সুনামগঞ্জ জেলার ও ২৫ জন সিলেট জেলার বাসিন্দা।
মঙ্গলবার রাতে শনাক্ত হওয়া ১৮১ জন নিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ১৭১ জন। এর মধ্যে সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ২২৬ জন, সুনামগঞ্জে ১ হাজার ২০৯ জন, হবিগঞ্জে ৯৮৭ জন এবং মৌলভীবাজারে ৭৪৯ জন।
মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের চার জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৭ জন। এর মধ্যে সর্বোচ্চ ৮২ জন মারা গেছেন সিলেট জেলায়। এছাড়া সুনামগঞ্জে ১১ জন, হবিগঞ্জে ৬ জন এবং মৌলভীবাজারে ৮ জন মারা গেছেন।
গক ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ২ হাজার ৪২৩ জন। এর মধ্যে সিলেট জেলার ৭২০ জন, সুনামগঞ্জের ৮৮৬ জন, হবিগঞ্জের ৪৩০ জন ও মৌলভীবাজার জেলার ৩৮৭ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে সুস্থ ঘোষণা করা হয়েছে ১০৪ জনকে।
একই সময়ে করোনা আক্রান্ত ১৮৯ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৮০ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৩৩ জন, হবিগঞ্জের হাসপাতালে ৪৯ জন ও মৌলভীবাজারে ২৭ জন।