একদিনে যুক্তরাষ্ট্রে ৫০ ব্রাজিলে ৪৫ হাজারের বেশি আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২০, ৩:১৯:০৫
যুক্তরাষ্ট্রের পথেই হাঁটছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
যুক্তরাষ্ট্রে গতকালের হিসাব অনুযায়ী, নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ৫০ হাজারের বেশি। একই পথে হাঁটা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৪৫ হাজারের বেশি মানুষ।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, মঙ্গলবার ৪৫ হাজার ৩০৫ জন নতুন করে কোভিড-১৯য়ে আক্রান্ত হয়েছে।
ফলে ব্রাজিলে এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৬৮ হাজার ৫৮৯। এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে আরও ১ হাজার ২৫৪ জন।
দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬৬ হাজার ৭৪১ জন। এদিকে, ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো (৬৫) করোনায় আক্রান্ত হয়েছেন।
করোনায় আক্রান্তের বিষয়টি প্রেসিডেন্ট নিজেই নিশ্চিত করেছেন। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ এসেছে।
সোমবার প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর করোনা পরীক্ষা করা হয় এবং মঙ্গলবারই এর রিপোর্ট দেওয়া হয়েছে। জেইর বোলসোনারোর মধ্যে করোনার উপসর্গ ছিল। তিনি জ্বরে ভুগছিলেন।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম প্রাণঘাতী করোনার উপস্থিতি ধরা পড়ে। তারপর থেকে এখন পর্যন্ত ২১৩টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।
বিশ্বে করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই করোনা ছড়িয়ে পড়েছে। এরপরেই রয়েছে ব্রাজিল। এমনকি লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যেও ব্রাজিলেই করোনায় আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি।