যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৫ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২০, ১:১২:৩১
যুক্তরাজ্যে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় (সোমবার) আরও ২৫ জন মৃত্যুবরণ করেছেন।
গত সোমবার মত্যুর সংখ্যা ছিল ১৫ জন এবং গতকাল রোববার ৩৬ জন মৃত্যুর ঘোষণা দেওয়া হয়েছিল। তবে, সপ্তাহান্তে রেকর্ডিংয়ের ব্যবধান থাকায় রোববার ও সোমবার রেকর্ড হওয়া মৃত্যুর সংখ্যা কম থাকে বলে জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, হাসপাতালে নিশ্চিত হওয়া মৃতের সংখ্যা এখন ৪৩,৫৭৫ জন। তবে, উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা যোগ করলে নিহতদের সংখ্যা ৫৫,০০০ এর ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৮১৫ জন।
সরকারী পরিসংখ্যানে দেখা যায়, যুক্তরাজ্যের প্রাদুর্ভাবের সরকারী হিসেবে এখন ৩,১১,৯৬৫ জনের মধ্যে এসে দাঁড়িয়েছে। তবে, অ্যান্টিবডি পরীক্ষার তথ্যের উপর ভিত্তি করে এ প্রকোপের প্রকৃত সংখ্যাটি কয়েক মিলিয়ন হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
এনএইচএস ইংল্যান্ড জানায়, গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যের ইংল্যান্ডের হাসপাতালে কোভিড -১৯ এ আরও ১৯ জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া ওয়েলসে ৩ জন, উত্তর আয়ারল্যান্ডে ১ জন এবং স্কটল্যান্ডে কোন মৃত্যুর সংবাদ প্রকাশ করা হয়নি। ইংল্যান্ডের এ পরিসংখ্যানগুলো কেবল হাসপাতালের মৃত্যু’র।







