জগন্নাথপুর শহীদ মিনার এলাকার একই পরিবারের ৪ জনের করোনা জয়
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২০, ১১:২৮:০৬
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের শহীদ মিনার এলাকায় করোনা আক্রান্ত একই পরিবারের ৪ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ বুধবার সকালে শাবি’র ল্যাবে পরীক্ষায় তাদের সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে। এছাড়া একই দিন এ উপজেলায় আরও ৬ জন সুস্থ হয়ে উঠেছেন।
জানা যায়, তাদের জ্বর ও কাশিসহ উপসর্গ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিম ৯ জুন দু’জনের ও ১২ জুন আরও দু’জনের নমুনা সংগ্রহ করে শাবি’র ল্যাবে পাঠালে তাদের রিপোর্ট পজিটিভ আসে। গত ২০ জুন পূণরায় পরীক্ষায় তাদের সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে।
সুস্থ হওয়া একজন জানান, আমরা বাসায় থেকেই চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ঔষধ ও নিয়ম মেনে চলায় সম্পুর্ন সুস্থ হয়ে উঠেছি। পৃথক ঘরে থাকা, ঔষধ খাওয়া, দৈনিক ৩-৪ বার আদা ও গরম মসলা দিয়ে পানি গরম করে ভাপ নেয়া, ভিটামিন সি জাতীয় ফল, গরম পানি ও ৩ বেলা মধু আর কালিজিরা খাওয়া এবং মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছিল। আমরা সেই নিয়ম মেনেই চলেছি।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বিষয়টি নিশ্চিত করেছেন।