সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ করোনা আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২০, ১১:৫৬:৩৩
মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি করোনায় আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
এ তথ্য নিশ্চিত করে সাংসদের ব্যক্তিগত সহকারী আহাদ মো. সাঈদ হায়দার বলেন, ‘স্যারের শরীরে জ্বর, সর্দি থাকায় গত সোমবার দুপুরে পরীক্ষার জন্য তার নমুনা দেওয়া হয়েছিল। সোমবার রাতেই তাকে শেখ রাসেল জাতীয় গেস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন। তবে, চিকিৎসকদের পরামর্শ পেলে তাকে সিএমএইচে স্থানান্তরিত করা হবে। তিনি বাজেট অধিবেশন শুরুর দিন ১০ জুলাই সংসদ অধিবেশনে যোগ দিয়েছিলেন। তিনি তার নির্বাচনী এলাকাসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’
উল্লেখ্য, এর আগে সাংসদের ব্যক্তিগত সহকারিও করোনায় আক্রান্ত হন। তবে, তিনি বর্তমানে সুস্থ্য হয়েছেন।