লকডাউন হচ্ছে সিলেট নগরীর ২৪টি ওয়ার্ড
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২০, ৬:৫৭:২১
সিলেট নগরীর ২৪টি ওয়ার্ডকে রেড জোন চিহ্নিত করে এসব ওয়ার্ডকে লকডাউন করার প্রস্তাব দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। সিসিকের দেয়া প্রস্তাবনা অনুযায়ী আগামী বৃহস্পতিবার (১৮ জুন) রেড জোনের আওতায় থাকা নগরীর ১ থেকে ২৪ নং ওয়ার্ড লকডাউনের আওতায় আসতে পারে।
মঙ্গলবার (১৬ জুন) সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত এক সভায় সিসিকের পক্ষ থেকে এ প্রস্তাবনা দেয়া হয়।
সিসিকের দেয়া এ প্রস্তাবনা বিবেচনায় নিয়ে আগামীকাল বুধবার আনুষ্ঠানিক ঘোষণা দিবেন সিলেটের সিভিল সার্জন।
এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, নগরীর ১ থেকে ২৪ নং ওয়ার্ড পর্যন্ত রেড জোন হিসেবে চিহ্নিত করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ মর্মে একটি লিখিত প্রতিবেদন স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। এখন সার্বিক বিষয় পর্যালোচনা করে আগামীকাল সিলেটের সিভিল সার্জন সিদ্ধান্ত গ্রহণ করবেন।
এদিকে, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, আজ সিলেটের প্রশাসনের সঙ্গে সভা করে একটি সিদ্ধান্ত নিয়েছি। বৃহস্পতিবার থেকে তা কার্যকর হবে।
তিনি বলেন, সুরমা নদীর এপারের এলাকাগুলোতে মানে নগরীর ১ থেকে ২৪ নম্বর ওয়ার্ডে কোভিড-১৯ আক্রান্ত রোগী বেশি থাকায় এসব এলাকা রেড জোনে পড়বে। রেড জোনে পড়লে স্বাভাবিকভাবেই লকডাউনের আওতায় থাকবে।
সিভিল সার্জন বলেন, এবারের লকডাউন কঠোর হবে। সিলেটের জেলা প্রশাসক লকডাউন কার্যকর করতে সবার সঙ্গে আবার সভায় বসছেন। কারণ, সিলেটের মানুষ যেভাবে রাস্তায় বের হচ্ছে। তাদের যেকোনো ভাবে ঘরে রাখতে হবে।
অপরদিকে, সিলেটের জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম বলেন, রেড জোন এলাকায় লকডাউনের ব্যাপারে আলোচনা হয়েছে। তবে, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাতে আবার বৈঠক করা হবে। কাল এ বিষয়ে সিভিল সার্জন চূড়ান্ত ঘোষণা দেবেন।