যুক্তরাজ্যে করোনায় আরও ১৮১ জনের মৃত্যু : আক্রান্ত ১৪২৫
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২০, ১২:৫২:০৮
লন্ডন অফিস : যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৮১ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা এখন ৪১ হাজার ৬৬২ জন এবং মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ২ লাখ ৯৪ হাজার ৩৭৫ জন।
এদিকে, আক্রান্ত এসব রোগীর মধ্যে কতজন সুস্থ হয়েছেন এ নিয়ে দেশটির সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
ইংল্যান্ডের পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় ইংল্যান্ডের হাসপাতালে কোভিড -১৯ এ আরও ৬৭ জন মৃত্যুবরণ করেছেন । এছাড়া ওয়েলসে ৬ জন, স্কটল্যান্ডে ৫ জন ও এবং আয়ারল্যান্ডে ২ জনের মৃত্যুর রেকর্ড প্রকাশ করা হয়েছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে, ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহণযোগ্য।
ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে, করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৪২৫ জন। গতকাল শুক্রবার ছিলো ১৫৪১ জন, বৃহস্পতিবার ছিলো ১২৬৬ জন, বুধবার ছিলো ১০০৩ জন ও মঙ্গলবার ছিলো ১৩৮৭ জন।
যুক্তরাজ্যে কোভিড-১৯ ভাইরাসে মৃত্যু হার হ্রাস পাওয়ার প্রবণতা অব্যাহত থাকা সত্ত্বেও দেশটিতে করোনাভাইরাসে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ৬৬২ জনে দাঁড়িয়েছে। যদিও করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা যোগ করলে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় প্রায় ৫০ হাজারের উপরে।
ইউরোপে করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে যুক্তরাজ্য। তবে, বিশ্বে মৃতের সংখ্যার দিক থেকে দেশটি দ্বিতীয় সর্বোচ্চ স্থানে এবং এদিক থেকে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।