সিলেটে করোনা চিকিৎসায় যুক্ত হলো বেসরকারি ২ হাসপাতাল
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২০, ১১:১৪:০৬
সিলেটে বেসরকারি দুটি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হবে। নগরীর উপকন্ঠ চন্ডীপুলের নর্থ ইস্ট মেডিকেল কলেজে হাসপাতাল ও নগরীর আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতালে করোনা আক্রান্তরা ভর্তি হতে পারবেন। তবে সরকারের সঙ্গে কোন চুক্তি না হওয়ায় এই দুটি হাসপাতালে চিকিৎসা ব্যয় তুলনামূলক বেশি হবে।
সোমবার দুপুরে সিলেট প্রাইভেট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন এসব তথ্য জানানো হয়।
নগরীর দরগা গেইট এলাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. নাসিম আহমদ। গত এক সপ্তাহে সিলেটে বিভিন্ন হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে কয়েকজনের মৃত্যুর ঘটনায় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুঃখ ও শোক প্রকাশ করা হয়। পাশাপাশি নন-কোভিড হাসপাতালে কেউ গেলে চিকিৎসা ছাড়া কাউকে ফিরিয়ে দেওয়া হবে না বলে জানানো হয়। প্রয়োজনে হাসপাতালের অ্যাম্বুলেন্সও দেওয়ার ঘোষণা দেন তারা।
বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে কোভিড-১৯ রোগীর চিকিৎসা না দেওয়া প্রসঙ্গে ডা. নাসিম আহমদ বলেন, করোনাভাইরাস রোগীদের চিকিৎসার জন্য আমাদের বেসরকারি হাসপাতালের অবকাঠামো প্রস্তুত নয়। প্রতিটি হাসপাতালের প্রবেশ ও বাহির হওয়ার পথ একটি। ফলে করোনা আক্রান্তদের চিকিৎসা দিলে অন্য রোগীরাও আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তিনি বলেন, কোভিড রোগী ভর্তি করলে অনেক সময় নন-কোভিড রোগীরা চিকিৎসা অসম্পূর্ণ রেখে চলে যান। এ ছাড়া স্থানীয় বাসিন্দারাও বাঁধা দেন।
ডা. নাসিম আহমদ আরও বলেন, করোনা সংক্রমণ শুরু হওয়ার পরপর নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালকে সম্পূর্ণভাবে কোভিড-১৯ চিকিৎসার জন্য নিবেদিত করার প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। এই প্রস্তাব এখনও চূড়ান্ত অনুমোদন লাভ করেনি। যদিও ঢাকার অনেকগুলো ও চট্টগ্রামের দুটি বেসরকারি হাসপাতালে সরকারি ব্যবস্থায় কোভিড-১৯ এর চিকিৎসা প্রদান করা হচ্ছে। কিন্তু সিলেটে এখন পর্যন্ত এ ব্যাপারে কোন উদ্যোগ নেওয়া হয়নি বলে জানান তিনি।
গত রোববার অ্যাসোসিয়েশনের জরুরি সভায় মাউন্ট এডেরা হাসপাতাল ও নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল কোভিড-১৯ এর চিকিৎসা করবে বলে সিদ্ধান্ত হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এই দুটি হাসপাতাল ছাড়া অন্য কোন হাসপাতালে রোগী গেলে তাদের আইসোলেশনে রেখে অক্সিজেন প্রদান করে রোগীর পছন্দমত কোভিড-১৯ চিকিৎসার হাসপাতালে প্রেরণ করা হবে। এ ক্ষেত্রে প্রয়োজনে রোগীকে হাসপাতালের অ্যাম্বুলেন্স প্রদান করা হবে।
সোমবার সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট প্রাইভেট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মাহমুদ হাসান ও অধ্যাপক ডা. আবু ইউসুফ ভূইয়া, সাধারণ সম্পাদক ডা. মো. আজিজুর রহমান প্রমুখ।