সিলেট সিটি’র সাবেক মেয়র কামরানের অবস্থা আশংকাজনক : হেলিকপ্টারে সিএমএইচে প্রেরণ
প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২০, ৮:১৩:০২
করোনা আক্রান্ত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরানকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিমান বাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয় বলে জানিয়েছেন তার ছেলে আরমান আহমদ শিপলু।
দুপুরের দিকে হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে যায় বলে জানিয়েছেন শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি বলেন, সাবেক মেয়রের অবস্থা শনিবারের চেয়ে আরও অবনতি হয়ে যায় । হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে স্বাভাবিকের চেয়ে বেশি অক্সিজেন দেয়া হচ্ছিল। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ-এ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
গত শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার করোনা পজিটিভ ধরা পড়ে। ওইদিন রাত থেকে প্রথমে বাসায় আইসোলেশনে ছিলেন কামরান। শনিবার সকালে বমি আর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তবে বমি ও জ্বর কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি।
এর আগে গত ২৭ মে কামরানের স্ত্রী আসমা কামরানেরও করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি অনেকটা সুস্থ রয়েছেন এবং বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।