সিলেটের সাবেক মেয়র কামরানও করোনায় আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২০, ১১:২৮:০৪
এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য।
শুক্রবার সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার করোনা পজিটিভ ধরা পড়ে। এর আগে ২৭ মে মেয়রের স্ত্রী সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান করোনায় আক্রান্ত হন।
কামরানের ছেলে নগরীর রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সকালে তার বাবার নমুনা সংগ্রহ করা হয়। রাতে রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। তার বাবা হোম আইসোলেশনে রয়েছেন। শারীরিক অবস্থা স্বাভাবিক।