করোনা আপডেট : যুক্তরাজ্যে আরও ১৭৬ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ১৮০৫
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২০, ১:২১:৪১
যুক্তরাজ্যে উঠানামা করছে করোনায় প্রাণহানির সংখ্যা । সেখানে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা আবারও কমেছে। কমেছে আক্রান্তের সংখ্যাও।
গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) দেশটিতে ১৭৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে বুধবার ছিলো ৩৫৯জন, মঙ্গলবার ছিলো ৩২৪, সোমবার ছিলো ১১১ ও রোববার ছিলো ১১৩ জন।
এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে, করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৮০৫ জন। বুধবার ছিলো ১৮৭১জন, মঙ্গলবার ছিলো ১৬১৩ জন, সোমবার ছিলো ১৫৭০ জন ও রোববার ছিলো ১৯৩৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ২লাখ ৮১ হাজার ৬৬১ জন।
বিবিসি জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১১৫ জন, স্কটল্যান্ডে ৯ জন, ওয়েলসে ৮ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ১ জনের মৃত্যু হয়েছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে, ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহণযোগ্য।