দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২৬৯৫, মৃত্যু ৩৭
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২০, ২:৫৭:২১
দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৭৪৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৯৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ১৪০ জন।
বুধবার (৩ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ১৪০ জন। গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৭৪৬ জনের মৃত্যু হয়েছে।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৪৭০ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১১ হাজার ৫৯০ জন।
এদিকে, সারা বিশ্বে এখন পর্যন্ত ৬৩ লাখ ৭৭ হাজার ৫৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ লাখ ৮০ হাজার ২০৫ জন। বিপরীতে সেরে উঠেছেন ৩০ লাখ ৭৭ হাজার ৬২৩ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭৪৬ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ১৪০ জন।