হয় ভ্যাকসিন, নয় ২০২২ সাল পর্যন্ত সামাজিক দূরত্ব
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২০, ১০:০৬:৩১
করোনাভাইরাস মহামারিতে এখন পর্যন্ত সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। জনস হপকিন্স ইউনিভার্সিটি বলছে, দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ লাখ ৯ হাজার ৪০৭ জনে দাঁড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ২৬ হাজার ৪১ জনের।
কোনোভাবেই মৃত্যুমিছিল থামাতে পারছে না যুক্তরাষ্ট্র। এবার গবেষকরা বলছেন, করোনার ভ্যাকসিন আবিষ্কার না হলে ২০২২ সাল পর্যন্ত দেশটিতে সামাজিক দূরত্ব বজায়ের কার্যক্রম চালিয়ে যেতে হবে। অর্থাৎ মানুষকে ঘরে থাকতে হবে এবং স্কুল বন্ধ রাখতে হবে।
সিএনএন জানিয়েছে, হার্বার্ড বিশ্ববিদ্যালয়ের টি.এইচ. চ্যান স্কুল অব পাবলিক হেলথের গবেষকরা গতকাল মঙ্গলবার সায়েন্স জার্নালে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছেন। আগামী গ্রীষ্মেই করোনা মহামারি থেমে যাবে বলে হোয়াইট হাউজের গবেষকদের করা প্রতিবেদনের সঙ্গে যেটি স্পষ্টত সাংঘর্ষিক।
হার্বার্ডের ওই গবেষক দলটি কোভিড-১৯ ও অন্যান্য করোনাভাইরাস সম্পর্কে বিস্তারিত তথ্যের আলোকে বর্তমান মহামারির গতিপ্রকৃতি সম্পর্কে চিত্র দাঁড় করিয়েছেন।
গবেষকরা তাদের প্রতিবেদনে লিখেছেন, ‘ভ্যাকসিন আবিষ্কার অথবা চিকিৎসা সক্ষমতা যথেষ্ট বৃদ্ধি না করা গেলে আগামী ২০২২ সাল পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখতে হতে পারে।’
‘এমনকী অপাতভাবে নির্মূল হয়ে গেছে মনে হলেও, সার্স-কোভ-২ ভাইরাসকে আরও দীর্ঘদিন নজরদারির আওতায় রাখতে হবে, কেননা এর প্রাদুর্ভাব ২০২৪ সালের শেষ পর্যন্ত গড়াতে পারে’, বলেও সতর্ক করেন গবেষকরা।