জগন্নাথপুরের খেটে খাওয়া মানুষের পাশে প্রবাসী এম এ কাদির
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২০, ৯:৩৫:৪৮
স্টাফ রিপোর্টার : নেই কোন ফটোসেশন কিংবা গতানুগতিক ত্রাণ বিতরণের জনসমাগম। ঘরে ঘরে গিয়ে খেটে খাওয়া দিনমজুর, গৃহবন্দী কর্মহীন শ্রমিক ও মধ্যবিত্ত পরিবারদের খুঁজে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট, জগন্নাথপুর গ্রামের বাসিন্দা, শিক্ষানুরাগী ও সমাজসেবক এম এ কাদির নগদ অর্থ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।
ব্যতিক্রমীভাবে জগন্নাথপুরে তাঁর অর্থ সহায়তা যথাযথভাবে বাস্তবায়নে কাজ করছেন জগন্নাথপুরের গনমাধ্যমকর্মীরা। জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের খুঁজে বের করা ২৫ জনকে গতকাল এক হাজার টাকা করে ঘরে ঘরে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, করোনাভাইরাস সংক্রমণে প্রবাসী এম এ কাদির জন্মভূমির খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় কাজ করছেন। তাঁর ব্যতিক্রমী উদ্যোগ অনুকরণীয়। আমরা তাঁকে ধন্যবাদ জানাই।
জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় বলেন, দেশের সকল দুর্যোগে প্রবাসী এম এ কাদির সহায়তার হাত বাড়িয়ে দেন। বিশেষ করে শিক্ষা সংগ্রামী দরিদ্রদের পাশে তিনি সবসময় থাকেন। করোনা সংক্রমণের শুরুতে তিনি সকল প্রবাসীদের যার যার এলাকায় সহায়তা করার আহ্বান জানান। তিনি নিজেও তাঁর এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর এ উদ্যোগ প্রশংসনীয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম বলেন, সরকারের পাশাপাশি করোনাভাইরাস সংক্রমণের দুর্যোগময় সময়ে জগন্নাথপুরের প্রবাসীদের ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়।