যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় রেকর্ড ১৮৫৮ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২০, ৩:৫৩:৪৮
প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) ইউরোপের পর এবার মহামারি আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্রে। পৃথিবীর অন্যান্য আক্রান্ত দেশগুলোর তুলনায় যুক্তরাষ্ট্রে হু হু করে বাড়ছে প্রাণহানির ঘটনা। দেশটিতে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে এক হাজার ৮৫৮ জনের। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বুধবার (০৮ এপ্রিল) এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।
তথ্য অনুযায়ী, এরআগে ৪ এপ্রিল দেশটিতে করোনাভাইরাসে ১৩৪৪ জনের মৃত্যু হয়েছিল। যা ছিল চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে যাওয়া রোগটিতে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।
এদিকে করোনাভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের ফলে যুক্তরাষ্ট্রজুড়ে মাস্কের ব্যাপক চাহিদা বেড়েছে। এজন্য মাস্ক না পেলে পরিষ্কার কাপড় দিয়ে মুখ ঢেকে চলার পরামর্শ দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘কাপড়ের ঘনত্বের বিচারে স্কার্ফ মাস্কের ভালো বিকল্প।’
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৮০৯ জন। মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৮৪১ জনের। ১৮৪ দেশ ও অঞ্চলে ছড়িয়ে যাওয়া কভিড-১৯ রোগে বিশ্বজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ৩১ হাজার। এতে প্রাণ গেছে ৮২ হাজার মানুষের।