করোনা প্রতিরোধে জগন্নাথপুরে সচেতনতা কার্যক্রম
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২০, ১২:১৪:৪৮
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জগন্নাথপুরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন এলাকার যুবকরা।
শনিবার (২৮ মার্চ) সকাল ৯ টা থেকে বিকেল পর্যন্ত জগন্নাথপুর পৌর এলাকায় ৬নং ওয়ার্ডে সামাজিক সংগঠন আনন্দময়ীর ব্যক্তিগত উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হয়। এতে প্রায় অর্ধশতাধিক যুবক অংশ নেন।
এ সময় তারা করোনাভাইরাস প্রতিরোধের জন্য ৫টি পয়েন্টে বিশুদ্ধ পানির ট্যাংক বসিয়েছেন। যাতে এলাকার লোকজন হাত ধুয়ে পাড়াতে প্রবেশ করতে পারেন।
এ সময় তার বলেন, করোনাভাইরাস রোধে সবাইকে ঘরে থাকতে হবে। একই সাথে নিজে পরিষ্কার পরিছন্ন থাকার পাশাপাশি সবাইকে সচেতন করতে হবে। করোনাভাইরাস নিয়ে আতঙ্ক নয় বরং সবাইকে সচেতন হওয়ার আহবানও জানান সংগঠনের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন, আনন্দময়ী সংগঠনের সভাপতি কাজল বনিক, সাবেক সভাপতি নীলয় রঞ্জন বনিক মিল্টন, মান্না বণিক, গোবিন্দ দেব, অনন্ত গ্রুপ, অসীম গুপ, ময়ূখ ভট্টাচার্য্য প্রমুখ।