সাধারণ মানুষকে অকারণে রাস্তাঘাটে হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রীর ড. হাছান মাহমুদ।
শুক্রবার দুপুরে নিজ সরকারি বাসভবন থেকে ফেসবুক লাইভ ও বিটিভি’র মাধ্যমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।
এসময়, খালেদা জিয়ার মুক্তিতে বিএসএমএমইউ, গুলশান এবং যাত্রাপথে বিএনপির নেতা-কর্মীরা জমায়েত করে করোনাভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন বলে অভিযোগ করেন তথ্যমন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, বিশ্ব স্বাস্থ্যখাতের গবেষণায় বাংলাদেশের সরকারি পর্যায়ে মোট বাৎসরিক ব্যয় ২.৩ বিলিয়ন মার্কিন ডলার। যা কয়েকটি যুদ্ধবিমানের মূল্যের সমান।
এছাড়া, করোনা মোকাবিলা এবং চলমান পরিস্থিতিতে সরকার নিম্নবিত্ত মানুষের জন্য কেজিপ্রতি ১০ টাকা করে চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান হাছান মাহমুদ।