খুলনায় একসাথে ১৯ হাজার ২০০ খুদে শিক্ষার্থীর কন্ঠে উচ্চারিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ।
১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু যে সময়ে ভাষণ দিয়েছিলেন ঠিক সেই সময় এ ভাষণ উচ্চারিত হয় খুদে বঙ্গবন্ধুদের কন্ঠে।
জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার বেলা ৩টা ২০ মিনিটে খুলনা জেলা ষ্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় ‘মুজিব বর্ষ’ উদযাপনে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির অংশ হিসেবেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, খুলনা বিভাগীয় কমিশনার ড. মো. আনোয়ার হোসেন হাওলাদারসহ অন্যরা।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি খুলনা জেলা ষ্টেডিয়ামে বঙ্গবন্ধুর জন্ম সাল ১৯২০ সংখ্যাকে গুরুত্বারোপপূর্বক ১৯২০ শিশু বঙ্গবন্ধু, ১৯২০ জন আলেম এবং এ অঞ্চলের জীবিত সহস্রাধিক মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকীর ‘ক্ষণগণনার প্রথম প্রহরে মুজিব বর্ষ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।