সিলেটে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২০, ৭:১০:০৩
সিলেট অফিস : সিলেটের ব্যস্ততম লালবাজারে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড ঘটেছে।
মঙ্গলবার (০৩ মার্চ) দিনগত রাত ১১টার দিকে ওই এলাকার লাভলী হোটেলের পাঁচতলায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ করে হোটেলের পাঁচতলায় টিনশেড কক্ষে আগুণ লাগে। মুহূর্তের মধ্যে আগুন ভবনের চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
লাভলী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ব্যবস্থাপক মোস্তাক আহমদ বলেন, আগুন লাগা নিয়ে আমরা নিজেও হতবাক। কীভাবে আগুন লেগেছে বলতে পারছি না।
সিলেট দমকল বাহিনীর স্টেশন অফিসার যীশু তালুকদার বলেন, হোটেলের পাঁচতলায় স্টাফদের কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান এবং তাদের শান্ত্বনা দেন।