চীন থেকে উৎপত্তি হওয়া নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে ২ হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে এ ভাইরাসে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।
গত বছরের শেষের দিকে সংক্রমিত হওয়া করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগকে কোভিড-১৯ নামে উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিভিন্ন দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী সর্বশেষ বুধবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা জানিয়েছে বেইজিং।
চীন: দেশটির মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৬৪ জন আক্রান্তের মধ্যে ২ হাজার ৭১৫ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই হুবেই প্রদেশের বাসিন্দা, যেখানে প্রাণঘাতি এ ভাইরাসটির উৎপত্তি হয়েছিল।
হংকং: আক্রান্ত ৮১, মৃত্যু ২
ম্যাকাও: আক্রান্ত ১০
দক্ষিণ কোরিয়া: আক্রান্ত ১ হাজার ১৪৬, মৃত্যু ১১
জাপান: আক্রান্ত ৮৬১, মৃত্যু ৫
ইতালি: আক্রান্ত ৩২৩, মৃত্যু ১১
ইরান: আক্রান্ত ৯৫, মৃত্যু ১৫
সিঙ্গাপুর: আক্রান্ত ৯১
থাইল্যান্ড: আক্রান্ত ৪০
যুক্তরাষ্ট্র: আক্রান্ত ৫৭
তাইওয়ান: আক্রান্ত ৩১, মৃত্যু ১
অস্ট্রেলিয়া: আক্রান্ত ২৩
মালয়েশিয়া: ২২
বাহরাইন: ২৬
ভিয়েতনাম: ১৬
জার্মানি: ১৭
সংযুক্ত আরব আমিরাত: ১৩
যুক্তরাজ্য: ১৩
ফ্রান্স: আক্রান্ত ১৪, মৃত্যু ১
কানাডা: আক্রান্ত ১১
কুয়েত: আক্রান্ত ১২
ইরাক: আক্রান্ত ৫
ফিলিপাইন: আক্রান্ত ৩, মৃত্যু ১
ভারত: আক্রান্ত ৩
স্পেন: আক্রান্ত ৬
এছাড়া করোনাভাইরাসে রাশিয়া, ইসরাইল, ওমান ও অস্ট্রিয়ায় ২ (দুজন) করে এবং লেবানন, বেলজিয়াম, নেপাল, শ্রীলংকা, সুইডেন, কম্বোডিয়া, ফিনল্যান্ড, মিশর, আলজেরিয়া, আফগানিস্তান, ক্রোয়েশিয়া ও সুইজারল্যান্ডে ০১ (এক) জন করে আক্রান্ত হয়েছেন।