সিলেটে আ.লীগের দায়িত্বে শফিক, ময়মনসিংহে নাদেল
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২০, ১২:২১:০৫
নিউজ ডেস্ক: উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের আটটি সাংগঠনিক বিভাগে আটজন সাংগঠনিক সম্পাদককে দায়িত্ব দেয়া হয়েছে। বুধবার রাতে এ দায়িত্ব বন্টন করা হয়েছে বলে জানা গেছে।
সিলেট বিভাগের দায়িত্ব পেয়েছেন শাখাওয়াত হোসেন শফিক। তিনি ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যাল শাখার সভাপতি ছিলেন এবং কেন্দ্রীয় ছাত্রলীগের (লিয়াকত-বাবু) সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
আর সিলেট থেকে কেন্দ্রীয় সাংগঠনিক পদ পাওয়া শফিউল আলম নাদেল পেয়েছেন ময়মনসিংহ বিভাগের দায়িত্ব।
এছাড়া অন্যান্য বিভাগের দায়িত্বপ্রাপ্তরা হলেন- রংপুর বিভাগে আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রাজশাহীতে এসএম কামাল হোসেন, ঢাকা বিভাগে মির্জা আজম, বরিশাল বিভাগে অ্যাডভোকেট আফজাল হোসেন, চট্টগ্রাম বিভাগে আহমদ হোসেন এবংখুলনা বিভাগে বি এম মোজাম্মেল হক।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২১তম কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করার পর গত ৩ জানুয়ারি প্রথম কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় গঠিত নতুন কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলেও সাংগঠনিক সম্পাদকসহ সাতটি পদ খালি রাখা হয়েছিল।