রেজিস্ট্রারি মাঠ পরিদর্শন করলেন বিএনপি নেতারা
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৯:০০
সুরমা নিউজ:
২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশস্থল ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ।
সোমবার দুপুর ১টার দিকে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন জীবনের নেতৃত্বে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা মাঠ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ হক, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, বিএনপি নেতা কয়েস লোদি, ফরহাদ চৌধুরী শামীম, এমদাদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল প্রমুখ।