ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর অ্যাবিগেইল
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৫, ২:১২:৩৮

আন্তর্জাতিক ডেস্ক : ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাবিগেইল স্প্যানবার্গার। রাজ্যের ইতিহাসে তিনিই প্রথম নারী গভর্নর। অ্যাবিগেইল স্প্যানবার্গার রিপাবলিকান লেফটেন্যান্ট গভর্নর উইনসোম আর্ল-সিয়ার্সকে পরাজিত করেছেন।
দেশটির এই অঙ্গরাজ্যে ১৯৭৭ সালের পর থেকে কেবল একবারই বর্তমান প্রেসিডেন্টের দলের প্রার্থী গভর্নর নির্বাচনে জয়ী হয়েছেন। বাকি সব নির্বাচনে বিরোধী দলের প্রার্থীরাই গভর্নরের আসন দখল করেছেন।
স্প্যানবার্গারের এ জয় অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের ধারাবাহিক সাফল্যের ধারা অব্যাহত রেখেছে।
নিউ জার্সিতে গভর্নর পদে এবং নিউইয়র্ক সিটিতে গভর্নর পদেও ডেমোক্র্যাটরা জয়লাভ করেছে। যেখানে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন।




