ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ‘এর পরামর্শ সভা
টেকসই উন্নয়নের জন্য যুগোপযোগী ও দক্ষ যুব শক্তির বিকল্প নেই
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৮:২২:৪৫
মিরর ডেস্ক : সিলেটে আয়োজিত যুব পরামর্শ সভায় বক্তারা বলেছেন, আগামী দিনের কান্ডারি যুবকদের নেতৃত্বদানের জায়গা তৈরি করতে হবে। টেকসই উন্নয়নের জন্য যুগোপযোগী ও দক্ষ যুব শক্তির বিকল্প নেই। এ জন্য প্রয়োজন কারিগরী কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গ্লোবাল এসডিজি ইয়ুথ সামিট ২০২৫-এর সহ-আয়োজক হিসেবে, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের সহযোগিতায় এ পরামর্শের আয়োজন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত যুব পরামর্শ সভায় সিলেট অঞ্চলের ৭৫ জন যুবক যুবতী অংশ গ্রহণ করেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিলেট এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার কাজল এ দ্রং এর সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন সিলেট জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রউফ শাহ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূইয়া, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এক্সটার্নাল এনগেইজমেন্ট ইয়ূথ ডেভেলপমেন্ট ড. রুহুল আমিন সরকার, যুব উদ্যোক্তা খিজির আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুর আলম ভূইয়া, ব্র্যাকের কো-অর্ডিনেটন আরিফুল ইসলাম আরিফ, কৃষিবীদ অতি দাস, গ্লোবাল এসডিজি ইয়ুথ সামিট কো-অর্ডিনেটর ওমর ফারুক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার জাবির আহমদ নোমান প্রমুখ।
পরামর্শ সভায় আরো জানানো হয়, আসন্ন গ্লোবাল এসডিজি ইয়ুথ সামিট ২০২৫-এর প্রস্তুতি হিসেবে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।
দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট অঞ্চল নিয়মিত আকস্মিক বন্যা, নদীভাঙন ও বৈরি আবহাওয়ার সম্মুখীন হয়। যা কৃষি, চা-বাগান ও স্থানীয় জীবিকার ওপর সরাসরি হুমকি তৈরি করছে। জলবায়ু সংকট যুবদের টেকসই কর্মসংস্থান ও দক্ষতা অর্জনের সুযোগকে সীমিত করছে। এ বাস্তবতায় জলবায়ু সহনশীলতা ও সবুজ দক্ষতাকে শিক্ষা ও কর্মসংস্থানের সঙ্গে একীভূত করার লক্ষ্যে এই পরামর্শ সভা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও বক্তারা উল্লেখ করেন।