জিএসসি সাউথ ইষ্ট রিজিওনের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৫, ১১:১১:৩২
লন্ডন থেকে মির্জা আবুল কাসেম : গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিলের সাউথ ইষ্ট রিজিওনের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে জি এস সির বিভিন্ন রিজিয়নের নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
গত ৩রা আগস্ট পুর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জি এস সির সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপারসন এম এ আজিজ ।আমীন আহমেদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন সাউথ ইস্ট রিজিওনের সেক্রেটারি ফজলুল করিম চৌধুরি।
চেয়ারপার্সনের স্বাগত বক্তব্যে পরে সাংগঠনিক রির্পোট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী এবং সংগঠনের সার্বিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের কোষাধ্যক্ষ সুফি সুহেল আহমেদ । উক্ত রিপোর্ট সমুহ সর্ব সম্মতিক্রমে গৃহীত হয় ।
উক্ত দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, জিএসসির সাবেক সাধারণ সম্পাদক মির্জা আসহাব বেগ, পোর্টস মাউথ সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র আব্দুল কাদির, সাবেক ডেপুটি মেয়র মতিন উজ্জামান, ওয়েস্টহাম সিএলপি নিউহাম’র চেয়ারম্যান জেইন মিয়া, কাউন্সিলর দিনা হোসেন, খিদমাহ একাডেমির চেয়ারপার্সন শাহ মুনিম,বায়তুল আমান মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক,, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার শাহ মিসবাউর রহমান প্রমুখ।
চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান সদ্য বিদায়ীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নতুন ভাবে নির্বাচিত সকল সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান সেই সাথে তিনি আশা প্রকাশ করেন যে আগামীতে নতুন এ কমিটি জি এস সির সার্বিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।
সভায় এছাড়া আরো বক্তব্য রাখেন- নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের সভাপতি এনায়েতুর রহমান খান, মাওলানা নাজিম উদ্দিন, কবি ও সাংবাদিক শরিফুজ্জামান, নাজমুল হোসেন, মিসেস এমাদুন খান, রোবাইয়া পাপিয়া, আবদুল মালিক কুটি, খায়রুল হোসেন, শাহ সাইদুর রহমান, সৈয়দ জিল্লুল হক, এডভোকেট মুমিন আলী, আবদুল গফুর, শাহান চৌধুরী, আখলাকুর রহমান ও সালেহ আহমদসহ জি এস সির নেতৃবৃন্দ ।
দ্বিতীয় অধিবেশনে ,নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, পূর্ববর্তী কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন নেতৃত্বের দায়িত্ব প্রদান করা হয়। নির্বাচন কমিশনার কাউন্সিলর ইকবাল হোসেন নির্বাচন পরিচালনার করেন। তাকে সহযোগিতা করেন কাউন্সিলর ফয়জুর রহমান। নির্বাচনে অন্য কোন প্যানেল না থাকায় ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার,এতে নতুন করে চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন খলিল আহমদ কবির, সেক্রেটারী পদে নির্বাচিত হয়েছেন সুফি সুহেল আহমেদ ও ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন মোঃ আবুল মিয়া। কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান ।