গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইস্ট লন্ডন ব্রাঞ্চের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২৫, ৯:২৮:৫৭
লন্ডন থেকে মির্জা আবুল কাসেম : গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জি.এস.সি) ইস্ট লন্ডন ব্রাঞ্চের দ্বি-বার্ষিক সাধারণ সভা (বি.জি.এম) ২৩ জুলাই যুক্তরাজ্যের লন্ডনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের সভাপতি আবদুল মালিক কুটি, সঞ্চালনায় ছিলেন জয়েন্ট সেক্রেটারি সৈয়দ জিল্লুল হক এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জুগম্বর আলী।
সভাপতি আব্দুল মালিক কুটির স্বাগত বক্তব্যের পর বিগত দুই বছরের বিভিন্ন কার্যক্রম ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সংগঠনের ট্রেজারার আবুল মিয়া । এতে তিনি জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের জনকল্যাণমূলক কর্মকাণ্ডসহ সার্বিক আর্থিক চিত্র তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসি সেন্ট্রাল চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন- উথ ইস্ট রিজিওনাল চেয়ারপারসন এম এ আজীজ, ভাইস চেয়ার মির্জা আসহাব বেগ, সাউথ ইস্ট রিজিওনাল সেক্রেটারি ফজলুল করিম চৌধুরী, সাউথ ইস্ট রিজিওনাল ট্রেজারার সুফি সোহেল আহমেদ, সাউত ইস্ট রিজিওনের সাবেক চেয়ার ইসবাহ উদ্দিন, ডঃ রোওয়াব উদ্দিন, এম এ গফুর , কাউন্সিলর ফয়জুর রহমান , মো: আখলাকুর রহমান, সৈয়দ রফিকুল হক, ফারুক মিয়া জিলু, দিলবর আলী, ফারুক মিয়া, সানাওয়ার আলী কয়েস, মুজির উদ্দিন, তাজ উদ্দিন, সাহিদুল আলম চৌধুরি, আমীর হোসোইন, শেখ ফারুক আহমেদ, মোঃ নুর উদ্দিন, মোঃ আহবাব মিয়া, মোঃ আব্দুর রব, সৈয়দ আসফাক আহমেদ, মোঃ নুর আহমেদ, মোঃ আলী নেওয়াজ, আশরাফ হোসোইন চৌধুরি, মখলিছ খাঁন, মোঃ আফরুজ আলী, আব্দুস সালাম, ইরফান আলী, আলী আহমেদ তালহা, আবুল কাসেম, খলিল আহমেদ কবির, মোঃ সামসুর রহমান, মোঃ ফারুক আহমেদ, মোঃ রেদওয়ান হোসাইন, ইরফান আলী, লিটন আহমেদ ইকবাল আহমেদ, শিপুল আহমেদ, গিয়াস উদ্দিন, আলহাজ কবিরসহ জিএসসির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান সদ্য বিদায়ীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নতুন ভাবে নির্বাচিত সকল সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সাথে তিনি আশা প্রকাশ করেন যে, আগামীতে নতুন এ কমিটি জিএসসির সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে।
চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের উওরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং প্রবাসীদের ভোটাধিকার নিয়ে সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ।
বক্তারা বলেন, গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল একটি অরাজনৈতিক, সমাজসেবামূলক ও চ্যারিটেবল সংগঠন হিসেবে দেশে-বিদেশে মানবতার কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের বিগত দিনের কার্যক্রম কমিউনিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। তারা নতুন কমিটি কে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সংগঠনের সাফল্য অর্জনে আরো জোরালো ভূমিকা রাখতে আহ্বান জানান।
দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, পূর্ববর্তী কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন নেতৃত্বের দায়িত্ব প্রদান করা হয়। নির্বাচন কমিশনার যথাক্রমে কাউন্সিলর সদরুজ্জামান খাঁন ও মোঃ আবুল কালামের তত্ত্বাবধানে নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ জিল্লুল হক, সেক্রেটারি নির্বাচিত হয়েছেন সাহান চৌধুরী এবং ট্রেজারার নির্বাচিত হয়েছেন সালেহ আহমেদ ।নির্বাচন কমিশন নির্বাচিত সকল সদস্যদের নামও ঘোষণা করেন এবং নতুন পূর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে গঠনের কথা জানানো হয়। আলোচনার পর দোয়া ও রকমারি বাঙালি খাবার পরিবেশনের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।