শ্রীমঙ্গলে মৌসুমের সাপ্তাহিক প্রথম চা নিলাম সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৫, ১:৩৪:০৭
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৌসুমের সাপ্তাহিক প্রথম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে । শ্রীমঙ্গল শহরের খান টাওয়ারে প্রথম নিলামে বিভিন্ন জাতের নতুন ও পুরাতন চা মিলে প্রায় ১ লাখ ১৪ হাজার ৮শ’ ৩৭ দশমিক ৫ কেজি চা নিলামে তোলা হয়েছে। পরবর্তীতে নিলামে অর্ধেকের বেশি চা বিক্রি করা হয়। এভারেজ ২শ’ ২৫ টাকা থেকে ২শ’ ৩০ টাকা দরে প্রতি কেজি চা বিক্রি হয়।
বুধবার (৭ মে) শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চা নিলাম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চা বোর্ডের তথ্যমতে- চট্টগ্রাম কেন্দ্রে এবারে মোট নিলাম হবে ৪৮টি অথচ গত মৌসুমে এই সংখ্যা ছিল ৪৯টি এবং শ্রীমঙ্গল কেন্দ্রে ছিল ২৫টি। সেক্ষেত্রে এই বছর চা নিলাম করার কর্মসূচি নেয়া হয়েছে ৪৮ টি। তৃতীয় চা নিলাম কেন্দ্র পঞ্চগড়ে ২৬টি নিলামের কর্মসূচি নেয়া হলেও গত মৌসুমে সেখানে নিলাম হয়েছিল ২৪টি।
শ্রীমঙ্গলে মৌসুমের সাপ্তাহিক প্রথম চা নিলাম অনুষ্ঠানে শ্রীমঙ্গল টি ব্রোকার্স হাউজ, জালালাবাদ টি ব্রোকার্স, রুপসী বাংলা টি ব্রোকার্স, জি এস ব্রোকার্স, সোনার বাংলা টি ব্রোকার্সসহ জেলার স্বনামধন্য বায়াররা অংশ নেন।
মৌসুমের সাপ্তাহিক প্রথম নিলামে সর্বনিন্ম ১শ’ ৬০ টাকা দরে চা বিক্রি হয় আর সর্বোচ্চ দাম ৪শ’ টাকা কেজি দরে বিক্রি হয় তেঁলিয়াপাড়া চা বাগানের চা। গ্রিন লিফ টি গার্ডেনের ‘গ্রিন টি’ সর্বোচ্চ ১ হাজার ৫শ’ টাকা কেজিতে বিক্রি হয়।
নিলামে চা কিনতে আসা ক্রেতারা জানান- এইবার নিলামের চা’য়ের গুণগত মান ও ভালো দাম ছিলো। এতে বেচা-কেনাও বেশ ভালো হয়েছে।
চা নিলামে কেন্দ্রের সভাপতি এমআর খান এবং চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন- ‘তীব্র খরা ও আবহাওয়া অনুকুলে না থাকায় চা’য়ের গুণগত মান নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু তারপরও ভালো বৃষ্টিপাত হওয়াতে চা উৎপাদন ভালো হচ্ছে। এ অবস্থায় চায়ের নিলামে বেশ ভালো দাম পাওয়া যাবে।’
শ্রীমঙ্গল চা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. চেরাগ আলী বলেন- এবার প্রতি মাসে ৪টি নিলাম অনুষ্ঠিত হবে। সকল বায়াররা চা নিলামে অংশগ্রহণ করার আহ্বান জানান।
শ্রীমঙ্গল সোনার বাংলা টি বোকার্সের পরিচালক মো. শহীদ আহমদ বলেন- মৌসুমের এই প্রথম নিলামে প্রায় ৭০ শতাংশ চা বিক্রি হয়েছে। তবে চট্টগ্রামের ক্রেতা-বিক্রেতারা এ নিলামে উপস্থিত থাকলে চা বিক্রি আরও বাড়তো।