কুলাউড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৪, ১০:২৫:৪৬
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধার মুরাইছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব রাম কৈরীর বিরুদ্ধে শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ তুলে স্থানীয়রা গণপিটুনি দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় বিক্ষুদ্ধ জনতা প্রধান শিক্ষককে গণধোলাই দিয়ে তাকে চা বাগানের একটি বাংলোয় আটকে রাখে। পরে বিকেল ৩টার দিকে জনরোষ থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন তালুকদার বলেন, ‘জনতার রোষানল থেকে শিক্ষক কৌরীকে উদ্ধার করে কুলাউড়া থানায় নিয়ে আসা হয়েছে। শিক্ষার্থীর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আপসার জানান, ‘জনতার ক্ষোভ থেকে অভিযুক্ত প্রধান শিক্ষককে উদ্ধার করা হয়েছে। আইনগত পদক্ষেপ নেয়া হবে।’