দক্ষিণ সুরমায় ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৪, ৯:৩২:২২
দক্ষিণ সুরমায় নিয়ন্ত্রণ হারানো একটি দুধ বহনকারী ট্রাকের চাপায় ৭২ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত মো. চান মিয়া বদিকোনার মৃত আব্দুল জামিনিলের ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৭টার সিলেট নগরীর দক্ষিণ সুরমায় বদিকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এসএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত জানান, দুর্ঘটনায় গাড়ির চালক মো. রাসেল রানা (৩২) ও হেলপার মো শাওন আহমেদ (২৫) আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গাড়িটি বর্তমানে দক্ষিণ সুরমা থানা পুলিশের জিম্মায় রয়েছ।