প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, দ্রুত নির্বাচন চাইলো গণফোরাম
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৪, ১১:৩৩:৫৬
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে গণফোরাম। শনিবার (১৯ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে এ দাবি জানায় দলটি। সংলাপে নেতৃত্ব দেন গণফোরামের সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মহসীন মন্টু। প্রতিনিধি দলে ছিলেন দলটির প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেনসহ আরো ১০ জন নেতা।
সংলাপ শেষে মোস্তফা মহসীন মন্টু সাংবাদিকদের জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে সংস্কার প্রয়োজন। ‘আমরা কোনো নির্দিষ্ট তারিখ চাইনি, তবে সংস্কার শেষ করে অতিদ্রুত নির্বাচন করতে হবে,’ বলেন তিনি। মন্টু আরো বলেন, ‘সংস্কার ছাড়া সব একই থাকবে। আমরা এমন নির্বাচন চাই না যেখানে আগে থাকি রাম, পরে হই রাবণ।’
সংবিধান সংশোধনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তারা শিগগিরই লিখিত আকারে প্রস্তাব দেবেন। সংলাপে জাতীয় দিবস বাতিলের প্রসঙ্গে মন্টু বলেন, ‘জাতীয় দিবস ছাড়া অন্য কোনো দিবস রাখা উচিত না।’
গণফোরাম নেতা মিজানুর রহমান বলেন, ‘সংলাপ ফলপ্রসূ হয়েছে। আমরা নির্বাচন ব্যবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্বাধীন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে আলোচনা করেছি।’ তিনি বলেন, সরকার এসব বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।
সংলাপে অংশ নেয়া ড. কামাল হোসেন বাজার সিন্ডিকেট ভাঙার ওপর জোর দেন। তিনি বলেন, স্বৈরাচারী শক্তি ও বিদেশি এজেন্টরা দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। দেশকে এই সংকট থেকে উদ্ধার করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
আরো পড়ুন: বিকালে ফের সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা, গুরুত্ব পাবে যেসব বিষয়
সংলাপ শেষে গণফোরামের নেতারা জানান, পাচার হয়ে যাওয়া লক্ষ কোটি টাকা দেশে ফেরত আনতে হবে। দেশের অর্থনীতি সংকটে আছে, এবং এই অবস্থা থেকে উত্তরণের জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে কাজ করতে হবে।
নির্বাচন কমিশন সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মোস্তফা মহসীন মন্টু বলেন, ভালো লোক নিয়োগ দিতে হবে যাতে অতীতের সমস্যাগুলো পুনরাবৃত্তি না হয়।